দেশজুড়ে

এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা কার্যক্রম উদ্বোধন করলেন- এমপি শাওন

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার(২২ই নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রথম দিনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে তিনি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবির সোহেলর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোসারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহামারী করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button