খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে হিলিতে বিএনপি’র বিক্ষোভ


হিলি প্রতিনিধিঃ কেন্দ্রীয় র্কমসূচীর অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র হাকিমপুর পৌর ও থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেন।
আজ সোমবার সকাল ১১ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় র্কাযালয়ের সামনে। দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমন আইনের দোহাই দিয়ে বাধা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন হাকিমপুর পৌর ও থানা বিএনপি। এদিকে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ সংগঠনের সকল নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
এসময় হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পারুল নাহার, হাকিমপুর থানা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক নাজমুল হোক, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, থানা ছাত্রদল আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেনসহ আরো অনেক ।
বক্তব্য নেতা কর্মীরা বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বাধা না দিয়ে তাকে দূরত্ব বিদেশ গমন ব্যবস্তা করে দিয়া হোক । নাহলে আগামিতে আন্দোলন দিতে বাধ্য হবে বলে যানায়।