দেশজুড়ে

ঝিনাইদহে কিশোরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: আমি নারী, আমিই পারি’ এ শ্লোগানকে সামনে রেখে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে কিশোরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

টুর্নামেন্টে ওই বিদ্যালয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণীর ছাত্রীরা লাল দল ও সবুজ দলে বিভক্ত প্রতিদ্বন্দিতা। ৮ ওভারের নির্ধারিত খেলায় লাল দলকে হারিয়ে শিরোপা অর্জন করে সবুজ দল। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস, এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশাসহ অন্যান্যরা। গত ১৮ নভেম্বর এ টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button