দেশজুড়ে

পুঠিয়ায় মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম বীর মুক্তি যোদ্ধা গোলাম কিবরিয়া জানাজা সম্পন্ন হয়েছে। তিনি নিজ বাসভবনে গতকাল রাত এগারোটায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহি রাজিউন) আজ সমবার বেলা এগারোটায় রাজবাড়ী মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস পিএএ। এছাড়াও ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও তার সদস্যরা উপস্থিতিত ছিলেন। এ সময় পুঠিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধা গণ উপস্থিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি ষ্টক জনিত কারনে দীর্ঘদিন ধরে রামজীবনপুরে অবস্থিত বাড়া বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

পুঠিয়া উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার ইলিয়াছ আলী বলেন, মরহুম গোলাম কিবরিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় তার জন্মস্থান এবং তিনি সেখান থেকেই মুক্তি যোদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

রাজশাহী সরকারি জুট মেলের চাকরির সুবাদে তিনি পুঠিয়ায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। তার একমাত্র ছেলে কয় বছর আগে ষ্ট্রক করে ইন্তেকাল করেন,এবং উনার সহধর্মিণীও দুই বছর আগে ইন্তেকাল করেন। বর্তমানে এখন তার দুই মেয়ে ও নাতী নাতনি রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button