দেশজুড়ে

গাইবান্ধার সাঁকোয়া এলাকায় ইপিজেডের দাবীতে বিক্ষোভ ও গণসমাবেশ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা শহর হতে পলাশবাড়ী পর্যন্ত রাস্তার মাঝে ঢোলভাংঙ্গা-সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে গতকাল শনিবার বিকালে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর এলাকায় গণসমাবশে ও বিক্ষোভ র্কমসূচি অনুষ্ঠিত হয়।

ইপজিডে বাস্তবায়ন মঞ্চের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে বীর মুক্তিযোদ্ধা কমরেড একরাম হোসেম বাদল হাজ্বীর সভাপতিত্বে গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গাইবান্ধা পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার মধ্যবর্তী সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইপিজেড নির্মাণের যৌক্তকিতা তুলে ধরে বক্তব্য রাখনে গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাসদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি গোলাম ফারুক মনা, গাইবান্ধা ওর্য়াকাস র্পাটি (মার্কসবাদী), এর সাঃ সম্পাদক মৃদুল কান্তি, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ বক্তাগণ, গাইবান্ধা জেলার র্পূব ডিসি ড. কাজী আনোয়ারম্নল হক সাহবেরে প্রস্তাবিত গাইবান্ধার সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানায়। এছাড়াও উন্নয়নের ক্ষেত্রে বিতর্কিত স্থান হিসাবে খ্যাত গোবিন্দগঞ্জের বাগদার্ফাম এলাকায় সাঁওতালদের রক্তস্নাত মাটিতে ইপিজেড নির্মাণের এর চক্রান্তের তীব্র বিরোধিতা করা হয় এ গণসমাবশে ও বিক্ষোভ কর্মসূচি থেকে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button