দেশজুড়ে

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জাল নোট সহ গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২১ নভেম্বর রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন নতুন রাস্তা মোড়স্থ পাবলা ফার্মেসী নামক দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হতে আসামী শেখ রফিকুল ইসলাম ওরফে মিলন (৪০), পিতা-শেখ শওকত আলী, সাং-চিংড়া পশ্চিম পাড়া, থানা-কেশবপুর, জেলা-যশোর কে ৫,০০০ (পাঁচ হাজার) জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অভিনব কায়দায় জাল টাকার লেনদেন করে আসছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A ধারায় ১টি মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ২১ নভেম্বর রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button