জলঢাকায় ১১ইউপির নির্বাচন, ভোটগ্রহণ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি- নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং জলঢাকা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের সাথে নির্বাচন অফিসার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) উপজেলা পুলিশের আয়োজনে দুপুর ১টায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ভোটগ্রহণ কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, আগামী ২৮ নভেম্বর একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাঠে তিন স্তরের পুলিশি নিরাপত্তা বলয় সহ পুলিশের ইউনিফর্ম পরিহিত সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুল পুলিশ মোতায়ন থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম. সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফিরোজ কবির সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।
ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সকল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা সকল ও কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকা সহ কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া অন্য কোন ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
পুলিশ সুপার আরও বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সব শেষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী ২৮ নভেম্বর উপজেলার ইউপি নির্বাচন ও জলঢাকা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের কোনো প্রার্থী আচরণবিধি যেন লঙ্ঘন না করেন সেদিকে নজর রাখা হচ্ছে।