দেশজুড়ে

কেউ যেন এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে: মোস্তফা কামাল

শিমুল, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করতে স্বাধীনতা বিরোধী শক্তি নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর ভুমিকায় অবতীর্ণ হয়ে দেশ বিরোধী সকল অপতৎরতা রুখে দিতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের শপথ নিতে হবে কেউ যেন এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

তিনি বলেন, এদেশের উন্নয়নের জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র উন্নয়নমূলক কর্মকান্ডের কথা ইউনিয়নবাসীর মাঝে তুলে ধরতে হবে।

আজ দিনাজপুর সদর উপজেলার আসন্ন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল বিশাল মটর সাইকেল শোভাযাত্রা সহকারে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আসন্ন নির্বাচনে আউলিয়াপুর ইউনিয়নের নৌকা প্রতিকের জন্য একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিলে আমি এই ইউনিয়নের সকলকে সাথে নিয়ে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করবো-ইনশাআল্লাহ। দিনাজপুরের মাটি ও মানুষের নেতা হুইপ ইকবালুর রহিম এমপি’র সহযোগীতায় ইউনিয়নের জনগণের সেবায় কাজ করে আসছি।

এলাকার জনগণকে নিয়ে কাজ করা ও তাদের সহযোগীতা করা আমার একটা নেশা হয়ে গেছে। কোন জনপ্রতিনিধি না হয়েও ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করেছি। আমি চাই আরও ব্যাপকভাবে জনগণের উন্নয়নে কাজ করতে। মহান সৃষ্টিকর্তা সুযোগ দিলে আগামী দিনগুলোতেও ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে যেতে চাই।

বিশাল মটর সাইকেল শোভাযাত্রা সহকারে গণসংযোগে অংশগ্রহণ করেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও ইউনিয়নবাসী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button