নান্দাইল ইউপি নির্বাচন হবে দুধের মত সাদা ও নিরপেক্ষ: এমপি তুহিন

0
142

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। রোববার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুরের সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।

এসময় প্রধান উপদেষ্টার বক্তৃতায় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, নান্দাইল উপজেলার ইউপি নির্বাচন দুধের মত সাদা, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহি মূলক নির্বাচন হবে। নির্বাচনের দিন আমার ফোন বন্ধ থাকবে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন এ কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতায় সুষ্ঠ, সুন্দর, সুশৃঙ্খল ভোট গ্রহনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ধরনের সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা ও ব্যালট বাক্স ছিনতাই ইত্যাদি বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ে সহযোগীতা করবে প্রশাসন।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান, কমিটির সদস্য যথাক্রমে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, রমেশ কুমার পার্থ প্রমুখ।