ফুলছড়ির এক চিকিৎসকের ঢাকায় করোনায় মৃত্যু

0
79

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: করোনায় আক্রান্ত হয়ে মো. বজলুর রহমান (৬৫) নামের এক বিশিষ্ট চিকিৎসক শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়িরচর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

রোববার সন্ধ্যায় গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ বলেন, বিশিষ্ট চিকিৎসক মো. বজলুর রহমান ঢাকার মীরপুর-১০ এর গ্লাক্সি হাসপাতালে সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে শুনেছি।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন। এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।