পুঠিয়ায় গাঁজা সহ তিন ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫


পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল। আটককৃতরা হলো, চারঘাট উপজেলার ঝিকড়া পলাশবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল (৩৫), পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের ছোট কান্দ্রা গ্রামের মাওলা বক্স খলিফার ছেলে জিয়া (৩৭) ও বারইপাড়া গ্রামের কে এম আবুল বাশারের ছেলে কে এম মোসলে উদ্দিন সুইট (৩৮)।
সিপিসি (নাটোর), র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত্রি সাড়ে সাতটায় উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়া এলাকায় একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম গাঁজ, ৩টি মোবাইল, ৪টি সীম কার্ড, ২টি মেমোরীকার্ড, ১টি সার্চ লাইটসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। আটককৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। পরে আটককৃতদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হবে।