জাতীয়

সৈয়দপুর বিমান বন্দরে দুর্ঘটনায় পতিত নভো এয়ার এর বিমান উদ্ধার অভিযানে সেনাবাহিনী

সৈয়দপুর বিমান বন্দরে দুর্ঘটনায় পতিত নভো এয়ার এর বিমান উদ্ধার অভিযানে সেনাবাহিনী। সেনাবাহিনীর দুইটি উদ্ধার যানবাহনের মাধ্যমে বিমানটিকে রাত ২টায় বিমান বন্দরের টারমাকে নিয়ে আসা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ওই ঘটনা ঘটে।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নভোএয়ারের পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান। এ সময় ওই ফ্লাইটে ৭০ জন যাত্রী ছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button