করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু

0
71

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৪৪ জন। গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল এই রোগে ৬ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ৫ জনই পুরুষ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৪৪ জন। গতকাল ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬৬ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।