দেশজুড়ে

মেলান্দহে কৃষক মাঠ দিবস উদযাপন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় কৃষক মাঠ দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ নভেম্বর সকাল দশটায় হাজরাবাড়ি কুরেশ ডাক্তার বাড়িতে বায়ার ক্রপ সাইন্স এর উদ্যোগে এই এই কৃষক দিবস আয়োজন করা হয়। হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল আলম, হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা কাজল, বায়ারের সিনিয়র টেরিটরি অফিসার মিলন কুমার, ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার রাকিব হাসান, কৃষক হযরত আলী, প্রাণি সম্পদ চিকিৎসক ওয়াজেদ আলী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা শেষে এরাইজ এজেড জাতের ধানের চাষাবাদের সুবিধার বিষয়ে আলোকপাত করা হয়। পরে ধান কাটা ও মাড়াই করা হয়। উল্লেখ্য , এ জাতের ধান ২০ দিন বন্যার পানির নিচে থাকলেও ক্ষতি হয় না। এমন কি বিঘা প্রতি ফলন হয় ৩৩ মন। রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অন্যান্য জাতের চেয়েও বেশি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button