দেশজুড়ে

মোংলায় গ্রামীণ‌ফো‌নের কাস্টমার কেয়ারের উদ্বোধন

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলা উপ‌জেলার দিগরাজ বাজারে গ্রামীণ‌ফো‌নের জি‌পি‌সিএফ’র (গ্রামীণ‌ফোন কাস্টমার কেয়ার) আনুষ্ঠা‌নিকভা‌বে উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

‌বুধবার (১৭ ন‌ভেম্বর) বিকাল ৫টায় মোংলার দিগরাজ বাজারের দিগরাজ সুপার মার্কেটে প্রধান অতি‌থি হিসা‌বে জি‌পি‌সিএফ’র শুভ উদ্বোধন ক‌রেন গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল টেকনোলজি হেড মোঃ আব্দুল মান্নান। এসময় গ্রামীণ‌ফো‌নের কর্মকর্তা‌দের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন, সার্কেল রিটেইল হেড-জনাব মোহাম্মেদ সোয়েব আনসার, সার্কেল ডিস্ট্রিবিউশন প্লানিং হেড- মিনহাজ উল আবেদিন, খুলনা মেট্রো এরিয়া ম্যানেজার-মলয় কান্তি মিত্র, খুলনা মেট্রো এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার এ টি এম মোরসালিন চৌধুরী, এরিয়া টেকনোলজি হেড মোঃ আব্দুল মাজেদ, মোংলা টেরিটোরি ম্যানেজার এস এম শহিদুল ইসলাম ও মোংলা গ্রামীণফোন সেন্টারের সত্বাধিকারী জনাব মোঃ সাইদুর রহমান।

উক্ত অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন,বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, ইউপি সদস্য মোঃ নুর ইসলাম সরদার, দিগরাজ বাজার বনিক সমিতি সাধারণ সম্পাদক জিহাদ সরদার টনি প্রমূখ। এ ছাড়াও বি‌ভিন্ন শ্রে‌ণি পেশার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button