দেশজুড়ে

ঈশ্বরগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার আনুষ্ঠানিক ভাবে একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। বুধবার দুপুরে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ২কোটি ৪০লক্ষ টাকা।

পৌরসভা মেয়ের মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার জানান, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে পৌরসভার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন দেহে যত সময় প্রাণ থাকবে তিনি এই পৌরবাসীর পাশে আজীবন থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার নুরুল হকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button