দেশজুড়ে

একদিনে মৃত্যু বেড়েছে তিনগুণ

গত একদিনে সারাদেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৬৬ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগের দিন মঙ্গলবার করোনায় দেশে মৃত্যু হয়েছিলো ২ জনের। এছাড়া শনাক্ত হয়েছিলো ২১৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনেক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া মৃত ৬ জনের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button