দেশজুড়ে
স্বাস্থ্যবিধি মেনে হিলিতে এসএসসি পরীক্ষা শুরু


সারাদেশের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে হিলিতে কঠোর নিরাপত্তা ও শান্তির্পূণভাবে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি),দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৪টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগের পদার্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।
উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে,এবছর পরীক্ষায় উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন নিয়েছে ১ হাজার ১শ ৩৭ জন শিক্ষার্থী।
এদিকে বিভিন্ন স্কুলের কেন্দ্র পরিদর্শন করে দেখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান,কোভিড পরিস্থিতিতে সরকারি সব নির্দেশনা মেনে আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি।ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে।