ধামরাই শ্রীশ্রী লোকনাথ মন্দিরে কার্তিক ব্রত (রাখের উপবাস) ঘৃত প্রদীপ প্রজ্জ্বালন উৎসব উদযাপন


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়াস্হ শ্রীশ্রী জগন্নাথদেব ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শনিবার (২৬ শে কার্তিক,১৩ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ) কার্তিক ব্রত (রাখের উপবাস) ঘৃত প্রদীপ প্রজ্জ্বালন উৎসব এর শুভ উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
শনিবার (১৩ই নভেম্বর -২০২১) সন্ধ্যায় ধামরাই কায়েতপাড়াস্হ শ্রীশ্রী জগন্নাথদেব ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী শ্যামল ঘোষ এর সভাপতিত্ব কার্তিক ব্রত (রাখের উপবাস) ঘৃত প্রদীপ প্রজ্জ্বালন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন শ্রীশ্রী জগন্নাথদেব ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ পাল, কর্মকর্তা শ্রী স্বপন পাল সহ কমিটির অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ, হাজার হাজার কার্তিক ব্রত(রাখের উপবাসী) ভক্তবৃন্দ ও সুধীজন।
প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিময় আবহাওয়ার কারণে হাজারো উপবাসী নর-নারী ভক্তগন ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির এর সকল বারান্দায়,নাট মন্দির, প্রধান গেইটের প্রবেশদ্বার সহ মন্দিরের ভিতরে অবস্হিত দু’তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায়ও ঘৃত প্রদীপ প্রজ্জলন করে কার্তিক ব্রত রাখের উপবাস পালন করে। প্রদীপের আলোয় সমগ্র মন্দির এলাকা মনে হয়েছে স্বর্গীয় অনুভবের স্পর্শ আলোকিত পরিবেশে সিগ্ধতা ছড়িয়েছে সকল ভক্তবৃন্দের সমন্বিত প্রার্থনায় শান্ত সুশীতল পরিবেশের মাঝে এ’এক বর্ণিল উৎসব।