ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৪২৫ জন

0
74
ফাইল ছবি।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট আসন্ন এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২ হাজার ৪ শ” ২৫ জন। রবিবার (১৪ নভেম্বর) উপজেলার ৫ টি কেন্দ্রে নকল মুক্ত, সুষ্ঠু, শৃঙ্খলা, ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে কেন্দ্র সচিব এবং প্রধান শিক্ষকদের নিয়ে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন, স্বাস্থ্য বিধি মেনে এবার এসএসসি , দাখিল, এসএসসি ( ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এস এস সি পরীক্ষা কেন্দ্র -এ, ঘোড়াঘাট কেসি স্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী ৩৩১ জন, কেন্দ্র -বি, রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরীক্ষার্থী ৮১৬ জন, কেন্দ্র -সি, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৬৭৯ জন, দাখিল পরীক্ষা কেন্দ্র রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ৩৩২ জন, এসএসসি( ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র নুরজাহানপুর( অবঃ) সামরিক উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ২৬৭ জন।