আখাউড়া বন্দর দিয়ে ভারত যাওয়া ৩১ জন করোনা পজেটিভ

0
101

কাজী শফিকুল ইসলাম (শিপন), ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশের বৃহৎ রপ্তানিমূখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া ৩১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে এখবর পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে যাওয়া সেদেশের ২৫৮ জন নাগরিকের মধ্যে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার নমুনার ফলাফল পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভারতে ফেরা ২৫৮জন নাগরিকের মধ্যে ৩১জনই করোনা পজেটিভ।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা গত ১৮ ও ১৯ জুন আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে যায়। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হলে আজ সোমবার ৩১জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এর আগে ১০৬ জন ভারতীয় নাগরিকের ১০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

একই সঙ্গে সেখানে দায়িত্বরত এক চিকিৎসক করোনায় আক্রান্ত হন। পত্রিকার খবরে বলা হয়, ওই চিকিৎসক বর্তমানে সুস্থ আছেন।