গোপালপুরে মাধ্যমিক স্তরের পরীক্ষার প্রস্তুতি সভা


মোঃ নুর আলম, গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরে মাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের সঙ্গে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে গতকাল শুক্রবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন।
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজীসহ ১০টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবগণ।
সভায় পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি পারভেজ মল্লিক বলেন এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। ওই সময় কেন্দ্রসচিব হল পরিদর্শকসহ দায়িত্বপালনকারী সবাইকে সর্বত্র সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোন প্রকার অনিয়ম, ব্যবস্থাপনা ও নকল বরদাস্ত করা হবে না।