ঈশ্বরগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে।
১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ। দিনটি উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমনের সঞ্চালনায় উপজেলার ডাক বাংলা চত্বরে এক আলোচনা সভা ও কেক কাটা – আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এড. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার , বাংলাদেশ আওয়ামিলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সদস্য একরাম হোসেন ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদুল্লাহ ফরিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক দুলাল ভুঁইয়া, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌর যুবলীগ নেতাকর্মীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।