দেশজুড়ে

তজুমদ্দিনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ই নভেম্বর) সকাল ১১টা থেকে কর্মসুচী অনুষ্ঠিত হয়।

উক্ত উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্ধ মিলে সংগঠনের সর্বস্তরের নেতা কর্মিদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী সদর রোড প্রদক্ষিন পর তজুমদ্দিন মধ্য বাজার এসে শেষ হয়।

পরে উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এসময়, প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন- ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন , বিশেষ অতিথি হিসেবে- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাবেক যুবলীগ সভাপতি মিজানুর রহমান ফরিদ, চেয়ারম্যান আবু তাহের মিয়া, সাবেক যুবলীগ সভাপতি এ কে এম শহিদুল্যা কিরণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, বি আর ডি ভির চেয়ারম্যান আমিন মহাজন প্রমূখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button