বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র


করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে বাংলাদেশকে আরও ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল সভায় এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অন্য ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন। ওই বৈঠকে বাংলাদেশ করোনা টিকাকে সব দেশের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানায়। এছাড়া ওষুধ কোম্পানিগুলো যাতে স্থানীয়ভাবে টিকা তৈরি করতে পারে সেজন্য তাদের সহায়তা দেওয়ার দাবিও জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ জানায়, এখন পর্যন্ত বাংলাদেশ ৭ কোটি ৮০ লাখ ডোজ টিকা দিয়েছে। দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে টিকা দিতে আরও টিকা প্রয়োজন। এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ, ৩য় দফায় ২৫ লাখ ডোজ এবং চতুর্থ দফায় ২৫ লাখ ডোজ টিকা দেশে আসে।