নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করছে।’বৃহস্পতিবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলে গেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যেন আমাদের নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে।’
ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হয় সে জন্য পুলিশ কাজ করছে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। আপনারা দেখছেন ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে। কয়েকটি এলাকায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই অপরাধীদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেপ্তার করা হবে।’