দেশজুড়ে

ভোলার প্রশাসনের কঠোরতায় সুষ্ঠু ভাবে চলছে ভোটগ্রহণ

ইয়ামিন হোসেন, ভোলা: আজ ২য় ধাপে ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর, মেদুয়া, চরপাতা, উত্তর জয়নগর, দক্ষিণ জয়নগর, চরখলিফা ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন, জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন কালে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় পুলিশ সুপার ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়াসহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন। তিনি ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ দিয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে।

ভোলা জেলা পুলিশ ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েনসহ কেন্দ্র ভিত্তিক পুলিশ, রেব, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন, দৌলতখান থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button