জিবনের নিরপওা চেয়ে সংবাদ সম্মেলন


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আলহাজ্ব সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে সামছুল হক নামের এক ব্যাক্তি মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে রাষ্ট্রের নিকট জিবনের নিরপওা চেয়ে সংবাদ সম্মেলন করেন।
বুধবার (১০ নভেম্বর ) সকাল ১১টায় মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব সুবিদখালী গ্রামের
মৃত্যু জোনাব আলী’র পুত্র মোঃ মনিক, ও মৃত্যু আজিজ এর পুত্র মোঃ আতিক রাত ১ টা ভুক্তভোগী ঘরের বাহিরে গেলে উৎ পেতে থাকা ” মানিক ” ও আতিক ” আগ্নে অস্ত্র ঠেকিয়ে আমাকে আমার বসত ঘর ছেরে দিতে বলে। মানিকের বাসা ও ভুক্তভোগীর বাসা পাশাপাশি। এস.এ.১৬৪ ও এস.এ ৩০৯ নং খতিয়ানের ৪৩ নং দাগস্হ ৩ শতাংশ জমি সরকার কতৃক অধিগ্রহণকৃত। উক্ত জমিতে আমাদের উভয় পক্ষেরই পূর্ব হইতে দখল রহিয়াছে৷ বরগুনা জেলার সদর থানাধীন গৌরীচন্না ইউনিয়নে দক্ষিণ খান সাতলী এলাকার রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতি জনিত কারনে ডাকাতির মামলার তিন নাম্বার আসামী মানিক।
সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন, ভুক্তভোগী পরিবারের ছেলে ও শাশুড়ী।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷