আন্তর্জাতিক

৬৫ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক ফ্রান্সে

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় দুই ডোজের পাশাপাশি তৃতীয় একটু বুস্টার ডোজ দেওয়া হচ্ছে উন্নত বিশ্বে। এবার ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে যাচ্ছে ফ্রান্স। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এক ঘোষণায় এ তথ্য জানান। সে মোতাবেক রেস্তোরাঁয় যেতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে, এমনকি ট্রেনে চলাচল করতেও বুস্টার ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের।

শীতের আগমণের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বুস্টার ডোজ বাধ্যতামূলক প্রসঙ্গে ম্যাক্রোন জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের হেলথ পাসের মেয়াদ বাড়াতে বুস্টার ডোজের নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যে গত সপ্তাহে সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে। সেদিক দিয়ে ফ্রান্সের অবস্থান বেশ ভালো বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, মহামারি এখনো শেষ হয়ে যায়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button