কেএমপি’র অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৫


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ( ৮ নভেম্বর থেকে ৯ নভেম্বর, ২০২১ ) খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ নূর আলম তালুকদার(৩৬), পিতা-মৃত: নূরুল হক তালুকদার, সাং-কেয়ার বাজার, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-গোয়ালখালী সরদার বাড়ীর পিছনে, থানা-খালিশপুর; ২) মোছাঃ আয়েশা সিদ্দিকা(২২), স্বামী-মোঃ নূর আলম তালুকদার, সাং-খাঁ বাড়ী সরদার পাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-গোয়ালখালী সরদার বাড়ীর পিছনে, থানা-খালিশপুর; ৩) মোঃ মিলন ভূইয়া(৩২), পিতা-বছির ভূইয়া, সাং-বদরপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-রূপসা ওয়াপদা মোকছেদ গলির মাথায়, থানা-খুলনা; ৪) সোহাগ বাঙ্গালী(৪১), পিতা-এ কে এম সোবাহান, সাং-বাগমারা ব্যাংকার্স লেন খালপাড়, থানা-খুলনা এবং ৫) প্রিতীশ সরকার(২০), পিতা-গৌতম সরকার, সাং-রংপুর মধ্যপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৩২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।