কুড়িগ্রামে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ডিজেল ও কেরোসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি কুড়িগ্রামে মানব বন্ধন ও সমাবেশ করেছে । সোমবার সকালে জেলা শহরের পোস্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনের কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে এ মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সহ-সভাপতি জুহুরুল আলম, জেলা বিএনপি’র কোষাধক্ষ এডভোকেট রুহুল আমিন, জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হিরা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কৃষক দলের আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারা, সহ-সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমানোর দাবি জানান ।