দেশজুড়ে

ভেড়ামারায় চাঁদগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তপনের পক্ষে জাসদের মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ভেড়ামারার অন্যতম চাঁদগ্রাম ইউনিয়নকে আর্ন্তজাতিক মানের ডিজিটাল এলকা নির্মাণের লক্ষ্যে ও ইউনিয়নের অসমাপ্ত কাজ শেষ করতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।

রবিবার (৭ নভেম্বর) বিকেলে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাষী ক্লাব মাঠ প্রাঙ্গনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাদস নেতারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তপনের পক্ষে এক নির্বাচনী সভা করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আনছার আলী। ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল প্রমূখ।

বক্তারা বলেন, মহাজোট সরকারের নেতৃত্বে সারা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন নির্বাচনে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষের প্রতিনিধিত্বশীল ইউনিয়ন দেখতে চায়।

বক্তরা আরো বলেন, আগামী ১১নভেম্বর ভোট কেন্দ্রে যেতে কোন ভয় পাবেন না। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আগামী নির্বাচনে মশাল মার্কায় ভোট দিয়ে তপনকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন। জনগনের ভোটে মশাল মার্কা নির্বাচিত হবে। মহাজোট সরকারের ২০৪১ সালের বাংলাদেশের অংশ হিসাবে উন্নয়ন মূলক কর্মকান্ডের চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কন্যা, মহাজোট নেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

সভায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। ভোটের দিন ব্যালট পেপার হাতে নিয়ে মশাল মার্কায় ভোট দেওয়ার আহব্বান করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button