রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

0
90

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

৭ নভেম্বর সকাল ১২ টায় কলেজ চত্বরে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ জেড সুলতান আহম্মেদ, বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা আবু তাহের, কলেজ উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদেব বসাক, ভাইসচেয়ারম্যান সোহেল রানা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারসহ অনেকে। এছাড়াও বিএনপি নেতা প্রভাষক শাহজাহান আলী, পান্না বিশ্বাস, নূরনবী এবং কলেজের শিক্ষকমন্ডলী- কর্মচারী- ছাত্রীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে মোনাজাত ও পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।