দেশজুড়ে

নাগরপুরে মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

কেএম সুজন, নাগরপুর( টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ভাড়রা ইউনিয়নের শাখাইল কবরস্থান মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৭ নভেম্বর), সকালে এ মসজিদ মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও অত্র মসজিদ মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,যুগ্ম সম্পাদক মোঃ মামুন, মোঃ আব্দুল হাই প্রমুখ। উল্লেখ্য, কুয়েতের অনুদান ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের নির্মান কাজ সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button