দেশজুড়ে

হাবিপ্রবিতে আইকিউএসি’র আয়োজনে ইনকাম ট্যাক্স বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রায় ৫০ জন শিক্ষক ইনকাম ট্যাক্স ও পিপিআর ২০০৮ এর আইন বিষয়ক দিনব্যাপী ট্রেনিং এ অংশ নেন।

৭ নভেম্বর রোববার দিনব্যাপী উক্ত ট্রেনিং এ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর কনফারেন্স রুমে সকাল ১০ টায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেস ড. এম. কামরুজ্জামান।

উক্ত ট্রেনিং এ বিশেষ অতিথি ছিলেন হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কুমিল্লার পরিচালক (কৃষি ও পরিবেশ বিভাগ) আব্দুল্লাহ আল মামুন ও দিনাজপুর কর অঞ্চল সার্কেল ৭ এর সহকারী কর কমিশনার মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্্ মইনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনায় ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের এই ট্রেনিংটি শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদেশ পেশাগত জীবনে সহায়ক হবে। সরকারের যে বিধান রয়েছে তা অনুসরণ করে কাজ করে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button