শালিখায় বিতর্কিত সেই ইউ,পি উদ্যোক্তা সোহরাবের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


শালিখা প্রতিনিধি(মাগুরা); অবশেষে মাগুরা জেলার শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের বিতর্কিত সেই উদ্যোক্তা সোহরাব হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জন্মনিবন্ধন বাবদ সরকার নির্ধারিত ফিস ছাড়াও অতিরিক্ত ফি আদায়, জনসাধারনের হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ উঠলে বির্তকিত উদ্যোক্তা সোহরাব হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহি অফিসার বরাবর সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়।
বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল,স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকা,টেলিভিশনসহ উক্ত বিষয়টি ব্যাপকহারে প্রকাশিত হলে জনসাধারনের মাঝে আলোচনার সৃষ্টি হলে এতে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
এবিষয়ে উপজেলা অফিসার জনাব তারিফ উল হাসান এর নিকট জানতে চাইলে তিনি জানান ,বিষয়টি তদন্তাধীন আছে তদন্ত শেষে সোহরাব হোসেনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহরাব হোসেন বিভিন্ন সময়ে অত্র ইউনিয়নের জনসাধারনের কাছ থেকে জন্ম নিবন্ধন বাবদ অতিরিক্ত ফি সহ জনসাধারনকে বিভিন্ন রকম হয়রানি করে আসছিল।