দেশজুড়ে

শ্রীনগরের বাড়ৈখালীতে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার এলাকার ইউপি ভবন সংলগ্ন সড়কের পাশে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। গত শনিবার রাত পৌণে ১০ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকান্ডের ঘটনায় ওই এলাকার মফিজুলের খাবারের হোটেল, লাখো মিয়ার ওয়েল্ডিংয়ের দোকান, সুমনের কবুতর কেনা-বেচার দোকান ও রমজানের মুদি দোকানে থাকা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করেন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন তালুকদার জানান, এই ঘটনায় ৪ দোকানীর প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো. মাহফুজ রিবেন জানান, প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে জানা যাবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button