ভোলায় ১৫ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার, ব্রীজ নির্মাণের দাবী

0
89

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পকিয়া গ্রামের মধ্য দিয়ে অবস্থিত একটি সাঁকো, ভোলা সদর উপজেলার উত্তরে সর্বদীঘ সাঁকো একমাত্র পকিয়া গ্রামেই বলে জানান গ্রামবাসী। ২০ বছরের পুরানো সাঁকো, ১৫ হাজার মানুষের যাতায়াত,পূর্ব কাজী চর, পূর্ব চর নন্দন পুর, চর পকিয়া, শ্যামপুরের একাংশের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম এই সাঁকো।

দেড়যুগ ধরে জনপ্রতিনিধিদের আশ্বাসে আশ্বাসে কেটে যাচ্ছে কিন্তু ব্রীজ হচ্ছে না বলে জানান এলাকাবাসী। হযরত আলী নামের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন প্রাক্তন এক চেয়ারম্যান প্রার্থীর অনুদানে গ্রামবাসী এই সাঁকো তৈরি করেন, এ পর্যন্ত ৫/৭ টি শিশু মৃত্যুবরণ এবং অনেক বয়স্ক মানুষ আঘাত পেয়েছেন এই সাঁকো থেকে পড়ে।

এ নিয়ে গত দুইবছর আগেও সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয় মেম্বার ইব্রাহীম মিয়া বলেন, ৪ গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম এই সাঁকো, এখানে একটি ব্রীজ হলে প্রায় ১৫ হাজার মানুষের উপকার হতো। পশ্চিম ইলিশা ইউনিয়নের চেযারম্যান গিয়াসউদ্দিন মিয়া বলেন, একাদিকবার তালিকা দিয়েছি, শুধু আশ্বাসেই সিমাবদ্ধ, কাজ হচ্ছে না।