জাতীয়

চলতি বছর বজ্রপাতে ৩২৯ জনের মৃত্যু

চলতি বছরে বজ্রপাতে এখন পর্যন্ত ৩২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) উদ্যোগে অনলাইনে ‘বজ্রপাতের স্থানিক ও কালিক বিন্যাস, কারণ ও বাঁচার উপায়’শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশে বর্তমান সময়ে বজ্রপাতে প্রাণহাণির ঘটনা বেড়েই চলেছে জানিয়ে পবা বলছে, গত ৪ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী দলের ওপর বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে শুধু গ্রামের মানুষই মারা যাচ্ছে, এমনটি নয়। গত ৫ জুন ঢাকার মালিবাগে বজ্রপাতের সময় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

‘বজ্রপাতে ২০১১ সাল থেকে এ পর্যন্ত গত ১১ বছরে ২ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৩২৯ জন মারা গেছেন।

এ বছর মার্চ থেকে জুন মাস পর্যন্ত সারাদেশে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, নেত্রকোণা ও চট্টগ্রামে বজ্রাঘাতে প্রাণহানি বেড়েছে। তবে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সিরাজগঞ্জ। অর্থাৎ বজ্রপাতে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে।

পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করলে বজ্রপাতে মৃত্যুসহ ক্ষয়ক্ষতি কমাতে সুফল সবচেয়ে বেশি পাওয়া যাবে। আজকের এই গবেষণা প্রবন্ধটি পরবর্তী গবেষণার অন্যতম ভিত্তি হতে পারে।

এই গবেষণালব্ধ ফলাফলগুলি সাইন্টিফিট ডিসকোর্সের ভিত্তিতে সুপারিশসমূহ লাগানো যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে একটি বড় গবেষণা হওয়া প্রয়োজন। এই গবেষণা উদ্যোগটি বজ্রপাত ছাড়াও নানাবিধ গবেষণার সূত্রপাত ঘটাবে এবং বাস্তবভিত্তিক বহু গবেষকের জন্ম দিবে।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ এন্ড প্ল্যানেটারি সায়েন্সেস এর অধ্যাপক ড. আশরাফ দেয়ান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button