করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

0
92

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তিনি মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।

আজ সোমবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রথম কেউ ইন্তেকাল করলেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারের সবাইকে ধৈর্য্য ধরার তৌফিক দিন।

প্রসঙ্গত, এর আগে করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা মারা গেলেও পরে পরীক্ষায় তা নেগেটিভ আসে।