দেশজুড়ে

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৬ নভেম্বর ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন – সমবায় কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার। বিশেষ অতিথি হিসেবে কক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী।

আরো বক্তব্য দেন- সমবায় সমিতির নেতা শহিদুল ইসলাম, নুরুজ্জামান, এ জেড সুলতান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ সম্পাদক সাধন বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক-সামাজিক নেতা, সমবায় সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button