দেশজুড়ে

ঈশ্বরগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- প্রতিপাদ্যে ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। শনিবার (৭নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, পথযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য ফখরুল ইমাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী ও সমবায়ীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০৪১ সালে উন্নত দেশের সারিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। বাংলাদেশকে এমন লক্ষ্যে নিয়ে যাওয়ার স্বপ্নই দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button