ঘোড়াঘাটে জাতীয় সমবায় দিবস পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০তম জাতীয় সমবায় দিবস র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসের আয়োজনে, একশন এইড ও ওয়র্ল্ড ভিশনের সহযোগিতায় ইউএনও মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান প্রভাষক আব্দুল হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাশঁমুড়ী সোসাল ওয়েল ফেয়ার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আবু তাহের, কালুপুকুর সমবায় সমিতির সভাপতি হারুন অর রশিদ, নারী নেত্রী কোহিনুর আক্তার প্রমুখ।
আলোচনার সভার পূর্বে উপজেলা নিবার্হী অফিসার মোঃ রাফিউল আলমের নেতৃত্বে বণার্ঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে ইউএনও সহ অতিথিরা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।