দেশজুড়ে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মৃত্যুবরণ করেননি। শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। ১ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ১২ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে দুজন মহানগর এলাকার এবং দুজন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৬০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৯০ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৭০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩২৫ জন। এর মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button