সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান প্রার্থী’র জানাজা নামাজে লাখো মানুষের ঢল


নাছরুল্লাহ আল কাফীঃ সাবেক চেয়ারম্যান ও বর্তমান পিরোজপুরের ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি (জেপি)’র মনোনীত (সাইকেল মার্কা)’র চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুল কবির তালুকদার (স্বপন) এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে ইন্দুরকানী স্কুল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফাইজুল কবির তালুকদার প্রমুখ। আরও বক্তব্য রাখেন আসাদুল কবির তালুকদার (স্বপন) এর একমাত্র ছেলে এসময় আবেগঘন পরিবেশে পরিনত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, সাংবাদিক ও জনসাধারণ। পরে জানাজা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।