দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দরে আমদানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ৩ দিন ধরে ভারতের ত্রিপুরা থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে।বুধবার (৩ নভেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওয়েট স্কেলে ত্রুটির কারণে সোমবার (১ নভেম্বর) থেকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার ওয়েট স্কেলে ত্রুটি চোখে পড়ে। এ সময় আমদানিকৃত পণ্য পরিমাপে জটিলতা তৈরি হয়। ফলে সোমবার (১ নভেম্বর) থেকে সাময়িক সময়ের জন্য নতুন করে পণ্য আমদানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বন্দরের বিদ্যমান ওয়েট স্কেল দিয়ে সর্বোচ্চ ১০০ টন পর্যন্ত পরিমাপ করা সম্ভব।

তিনি আরও জানান, ইতোমধ্যে ওয়েট স্কেলের ত্রুটি মেরামত কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button