দেশজুড়ে
শালিখায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শেষ হল ৭ নৌকা প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেয়া


কামরুজ্জামান অন্তর শালিখা (মাগুরা); মাগুরার শালিখায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শেষ হল ৭ নৌকা প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেওয়া।তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাগুরা জেলার শালিখা উপজেলায় মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে,২রা নবেম্বর ৭টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা একযোগে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে এই ফরম জমা দেন।নৌকা প্রতীক প্রাপ্ত এ সব প্রার্থী হলেন ধনেশ্বর গাতী থেকে শ্রী বিমলেন্দু শিকদার, তালখড়ি থেকে জনাব সিরাজ উদ্দিন মন্ডল, আড়পাড়া থেকে আবু হানিফ মুন্সী শতখালি থেকে আনোয়ার হোসেন ঝন্টু, শালিখা থেকে বাবলুর রহমান, বুনাগাতি থেকে বখতিয়ার লস্কর ও গঙ্গারামপুর থেকে মো হালিম মোল্লা।