তরুণরা আগামী দিনের সম্পদ: কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, তরুণরা আগামী দিনের সম্পদ। দেশের পুরো জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। যেকোনো দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পেছনে কাজ করে যুবদের অদম্য কর্মস্পৃহা, শক্তি, প্রতিভা আর হার না মানার মানসিকতা। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাতদিন ব্যাপী যুবমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুব সমাজকে কিভাবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে কাজে লাগানো যায়, তার জন্য আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, বাস্তবিক ও কারিগরি দক্ষতা সম্পন্ন আত্মকর্মী তৈরিতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তিনি আরও বলেন,দেশের বিপুল সংখ্যক যুব সমাজের মধ্যে যে সম্ভাবনা রয়েছে তা যথার্থ ভাবে কাজে লাগাতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। যুবমেলাতে ১০৮টি স্টল অংশগ্রহণ করেছে। যেখানে যু্ব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সফল আত্মকর্মীদের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।