দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শফিকুল ইসলাম (৬০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন উপজেলার নয়ালাভাংগা এলাকার আবদুল বাসিরের ছেলে। মঙ্গলবাব বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সরকারের মোড় একালায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মঙ্গলবার বেলা ১১ টার দিকে রানিহাটি বাজার থেকে ভ্যানে করে সরকারের মোড়ের দিকে আসছিল শফিকুল।এসময় পিছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছিল। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক্টরটি স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button