ডোমার পৌরসভায় ভোট গ্রহণ চলছে


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার পৌরসভার শান্তিপূর্ণ নির্বাচন চলছে। নেওয়া হয়েছে কঠাের নিরাপত্তা ব্যবস্থা। পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচটিকে চিহ্নিত করা হয়েছে অতিগুরুত্বপূর্ণ হিসেবে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮ থেকে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে ভোট গ্রহণ। এখানে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় মানুষদের ভোট দিতে সময় লাগছে কম।
এ নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থীত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু (নারিকেল গাছ) ও আফরোজা নাজনীন রুমি (মোবাইল ফোন) প্রতীক নিয়ে ।
এছাড়া ৩২ জন কাউন্সিল প্রার্থী ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৬ হাজার ৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৬৬৭ জন।
ডােমার উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানায়, পৌরসভার মােট ১৩ হাজার ৫৪০ ভােটারের মধ্যে এক নম্বর ওয়ার্ডে ভােটার সংখ্যা ২ হাজার ১৯৬, দুই নম্বর ওয়ার্ডে ৬৩১, তিন নম্বর ওয়ার্ডে ১ হাজার ২৯৮, চার নম্বর ওয়ার্ডে ২ হাজার ৫১১, পাঁচ নম্বার ওয়ার্ডে ১ হাজার ৫৩, ছয় নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩২৮, সাত নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪৯৮, আট নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬২৩ এবং নয় নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪০২ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে আইশৃংখলা বাহিনী কাজ করছে।